ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় কারখানায় বিস্ফোরণ, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
ফতুল্লায় কারখানায় বিস্ফোরণ, নিহত ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুরে আরাফাত মেটাল নামে একটি এ্যালুমিনিয়াম কারখানায় তাপাই ভাট্টি বিস্ফোরণে মোকলেস (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় দগ্ধ হয়েছে রিপন ফকির(২৫) নামে আরও একজন শ্রমিক।

সোমবার (২৮ মার্চ) সকাল ৭টায় হঠাৎ গ্যাস এসে জমাট বাধায় ফতুল্লার পাগলা নন্দলালপুর আরাফাত মেটাল নামে সিলভার কারখানায় এ বিস্ফোরণ ঘটে।

কারখানার ম্যানেজার জালাল উদ্দিন জানান, গতকাল দিনে ও রাতে গ্যাস ছিল না। সোমবার সকালে হঠাৎ গ্যাস চলে আসে। এতে ভাট্টিতে গ্যাস জমাট হয়। শ্রমিকরা বিষয়টি বুঝতে না পেরে ভাট্টিতে আগুন দেয়। এসময় বিকট শব্দে ভাট্টির বিস্ফোরণ ঘটে। তখন কাছেই ছিল মোকলেস ও রিপন ফকির। এতে তারা দগ্ধ হয়। বিস্ফোরণের পর দগ্ধ দু’জনকে মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোকলেসকে মৃত ঘোষণা করেন এবং রিপন ফকিরকে চিকিৎসা দেন।

তুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।