ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবৈধভাবে রাসায়নিক সার মজুদ রাখার অপরাধে এক সার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ মার্চ) রাতে উপজেলার মাঠ পাড়া এলাকার মেসার্স তৈমুর অ্যান্ড ব্রাদার্সের মালিক তরিকুল ইসলামকে এ জরিমানা করা হয়।

তরিকুল উপজেলার মাঠ পাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত জানায়, সোমবার( ২৮ মার্চ) সন্ধ্যার পর থেকে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত উপজেলা পোষ্ট অফিসের সামনে  তরিকুল ইসলামের মেসার্স তৈমুর অ্যান্ড ব্রাদার্সের বিএডিসি সারের গোডাউনে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদ রাখা চার হাজার বস্তা (২ মেট্রিক টন) ইউরিয়া সার জব্দ করা হয়। পরে রাত ১০ টার দিকে নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে মেসার্স তৈমুর অ্যান্ড ব্রাদার্সকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সেই সঙ্গে তাকে বুধবারের মধ্যে মজুদকৃত সার বাজারজাত করার জন্য নির্দেশ দেন। একই সঙ্গে তরিকুল ইসলামকে ওএমসের পণ্য অন্য গোডাউনে রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।