ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যা সেতুর কারণে নেভিগেশনে সমস্যা হচ্ছে: প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
শীতলক্ষ্যা সেতুর কারণে নেভিগেশনে সমস্যা হচ্ছে: প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ: নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শীতলক্ষ্যায় ব্রিজ নির্মাণ হচ্ছে। সে কারণে নেভিগেশনের সমস্যা হচ্ছে।

আমরা দেখেছি সাবিত আল হাসান ডুবে সেখানে জান মালের ক্ষতি হয়েছে। নৌ মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে। আমরা এ নীতিমালাগুলো মানার জন্য বারবার পরামর্শ দেই। সে পরামর্শ না মানার কারণে ক্ষতি হয়।

মঙ্গলবার (২৯ মার্চ) নারায়ণগঞ্জের বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের বয়া লেয়িং জাহাজ নির্মাণ ও কাটার সাকশন ড্রেজার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা বলেছিলাম ছোট লঞ্চগুলো তুলে দেবো কিন্তু তা যথা সময়ে করতে পারিনি। এ কারণে আমাদের আরেকটি ক্ষতি হয়েছে। আমরা বিআইডব্লিউটিএকে নির্দেশনা দিয়েছি। তারা সে অনুযায়ী কাজ করবে।

তিনি বলেন, সীমানা পিলারের ব্যাপারে অনেক চ্যালেঞ্জ রয়েছে। নারায়ণগঞ্জকে যেভাবে দখল করা হয়েছে দূষিত করা হয়েছে আমাদের তা মাথায় রাখতে হবে। নারায়ণগঞ্জের ঐতিহ্য ইতিহাস কী আমরা ধরে রাখতে পেরেছি। নারায়ণগঞ্জের সার্বিক মান উন্নয়নের জন্য আমরা কাজ করছি। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান বেসরকারি খাতে দেওয়া হয়েছিল। সেসময় এগুলোকে প্লট হিসেবে জমি বিক্রি করে দিয়েছে। তবে আমরা মাথানত করিনি। আমরা বলেছি যারা জমি দখল করেছে তাদের সরতেই হবে।

আমাদের প্রধানমন্ত্রী ডেল্টা প্ল্যান দিয়েছে। এ প্ল্যান পুরোটাই নদীর পাড় দখলমুক্ত করার জন্য। আমরা কাজ করছি, বসে নেই।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ থেকে রেললাইন আরও সমৃদ্ধ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনি একসময় মুন্সিগঞ্জে নৌকা ছাড়া যেতে পারতেন না। আজ সড়কপথে যেতে পারেন। আমরা লঞ্চ বন্ধ করার সঙ্গে সঙ্গে সি ট্রাক দিয়েছি। মানুষ এতে খুশিও হয়েছে।

শীতলক্ষ্যায় নৌ দুর্ঘটনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যারা নৌযান চালায় তাদের সচেতন হতে হবে। অব্যবস্থাপনার কারণে নদীগুলোর প্রবাহ ক্ষীণ হয়ে গেছে। আমরা সেগুলোর জন্য কাজ করছি। এ সরকারের চেয়ে বেশি কে নদী নিয়ে কাজ করেছে। সরকার দৃষ্টি দিয়েছে বলে আজ নদী নিয়ে এতো কথা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, অতিরিক্ত সচিব আহমদ শামীম আল রাজী, কমডোর গোলাম সাদেক।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।