ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুগন্ধায় লঞ্চে অগ্নিকাণ্ড: নিহতদের স্বজনদের আর্থিক সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
সুগন্ধায় লঞ্চে অগ্নিকাণ্ড: নিহতদের স্বজনদের আর্থিক সহায়তা

বরগুনা: ঢাকা-বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের নৌ দুর্যোগ তহবিল ট্রাস্টের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে বরগুনা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সহায়তার এ অর্থ তুলে দেওয়া হয়।

ওই ট্রাস্টি বোর্ডের সহায়তায় অগ্নিকাণ্ডে নিহত যাত্রীদের মধ্যে শনাক্ত হওয়া বরগুনার ১৮ যাত্রীর অনুকূলে ১৪ পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ২৭ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

নৌ দুর্যোগ তহবিল ট্রাস্টি বোর্ডের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সুগন্ধা নদীতে লঞ্চে আগুন লেগে নিহতদের মধ্যে শনাক্ত হয়েছে ২৫ জন, যার মধ্যে বরগুনার ১৮ জন এবং বিভিন্ন উপজেলার সাতজন যাত্রীদের পরিবারের মধ্যে সহায়তা দেওয়া হবে। এর মধ্যে মঙ্গলবার বরগুনার ১৮ যাত্রীর অনুকূলে ১৪ পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা করা হয়েছে। এ দুর্ঘটনায় সর্বমোট ৪৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বরগুনা জেলা প্রশাসক। এদের মধ্য ২২ জনের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট এলে তাদেরও আর্থিক সহায়তা দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ জানান, নৌ দুর্যোগ তহবিল ট্রাস্টের সহযোগিতায় ১ লাখ ৫০ হাজার টাকা করে পর্যায়ক্রমে ২৫ পরিবারকে এ সহায়তা দেওয়া হবে। এ দুর্ঘটনার শিকার হয়ে আরও যারা অসুস্থ হয়ে চিকিৎসাধীন, পঙ্গু অথবা যেকোনো সমস্যায় ভুগছেন, তাদেরও সহায়তা দেওয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিযুষ কান্তি দে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ দুর্যোগ তহবিল ট্রাস্টি বোর্ডের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, বরিশাল লঞ্চ মালিক সমিতির পরিচালক শেখ আ. রহিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্ঠু, নৌ দুর্যোগ তহবিল ট্রাস্টের পক্ষে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিএ) বরগুনার কর্মকর্তা মামুন-অর-রশিদ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।