ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দৌলতদিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নারী পথচারী নিহত, আহত ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
দৌলতদিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নারী পথচারী নিহত, আহত ১১ দুর্ঘটনাকবলিত ট্রাক

রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া ফিড মিলের সামনে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক নারী (৪০) পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের ১০ যাত্রী ও ট্রাকচালক।

 

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

জানা গেছে, সন্ধ্যার দিকে যাত্রীবাহী কেবি ডিলাস্ক আয়ান পরিবহনের সঙ্গে ও মাছ বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনাকবলিত বাস বা ট্রাকে ধাক্কা লেগে অজ্ঞাতপরিচয় এক নারী পথচারী নিহত হন। আহত হন বাসের ১০ জন যাত্রী ও ট্রাকচালক। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছে।

বিষয়টি নিশ্চিত করে আহলাদীপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আসিফ ইকবাল বাংলানিউজকে জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।