ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ১১ ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
মাদারীপুরে ১১ ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১টি ইটভাটার মালিককে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একটি ইটভাটা।

বুধবার (৩০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয় ও ফরিদপুর আঞ্চলিক অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, পরিবেশ আইন লঙ্ঘন করে ঘনবসতি এলাকায় গড়ে তোলা হয়েছে ইটভাটা। ফলে ফসলি জমির ক্ষতিসহ নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। আবার সেই ভাটায় কাঁঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট। এসব অভিযোগে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। অভিযানকালে কোনো অনুমোদন না থাকায় ফারজানা সৌরভ ব্রিকসকে ভেকু গিয়ে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি ছিটিয়ে এর কার্যক্রম বন্ধ করা হয়। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় থ্রি স্টার ব্রিকস, নাবিল ব্রিকস, সুপার গোল্ড ব্রিকস, অগ্রণী ব্রিকস, কেএমএম ব্রিকসসহ ১১টি ইটভাটা মালিককে ১৬ লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।  

অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর আঞ্চলিক অফিসের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ, সহকারী পরিচালক মিতা রানী দাস, মাহফুজুর রহমান, মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. নুর মোহাম্মদ, মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক মো. আক্তারুজ্জামান প্রমুখ।

অভিযানে অংশ নেওয়া উপ-পরিচালক এ এইচ এম রাশেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলায় এখনো যে ভাটাগুলো আছে, সেগুলো নিয়ম না মানলে পরবর্তী অভিযানে কাউকেই ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।