ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে গাছ থেকে পরে শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
রাজবাড়ীতে গাছ থেকে পরে শিক্ষকের মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে গাছে উঠে সজনে পারতে গিয়ে ডাল ভেঙে পরে শেখ সাদি মন্ডল (৫৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ মার্চ) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

শেখ সাদি মন্ডল বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের মোতালেব মোন্ডলের ছেলে।  

তিনি সোনাইকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।

বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আলমগীর বিশ্বাস জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির একটি গাছ থেকে সজনে পারতে গাছে ওঠেন শিক্ষক শেখ সাদী। এ সময় ডাল ভেঙে নিচে পরে গুরুতর আহত হন তিনি। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করলে নেওয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।