ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বা কারো দ্বারা প্রভাবিত না হয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে ঐতিহাসিক বন্ধন বা সম্ভাবনাকে আমাদের দূরে ঠেলে দেওয়া উচিৎ নয়।
বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
‘বাংলাদেশ-ভারত সম্পর্ক: মতাদর্শ ও বিকাশমান দৃষ্টিভঙ্গির মিলন’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে বিআইআইএসএস।
সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে গত ২৮ বছর স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় ছিল। সে কারণে সে সময় বাংলাদেশ- ভারত সম্পর্ক বিকশিত হয়নি। তবে অতীতের সমস্যা ও সঙ্কট কাটিয়ে বাংলাদেশ- ভারত সম্পর্ক এখন বিশেষ উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এক বছরের মধ্যেই বাংলাদেশ সফর করেছেন। এটা একটি বিরল ঘটনা।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ভারতের বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের (ভিআইএফ) পরিচালক ড. অরবিন্দ গুপ্ত। তিনি বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে প্রতিনিয়ত সম্পর্ক শক্তিশালী হচ্ছে। নানা সমস্যা থাকলেও আমাদের প্রত্যাশা দুই দেশের সম্পর্ক আগামীতে আরো গভীর, বিস্তৃত ও শক্তিশালী হবে।
তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্ব অনিশ্চিত পথে যাত্রা শুরু করেছে। আগামীর যাত্রায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বাংলাদেশ- ভারত উভয় দেশকেই একযোগে আগামীর অনিশ্চয়তা মোকাবিলা করতে হবে।
সেমিনারে ভারতের বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সিনিয়র ফেলো রাধা দত্ত বলেন, বাংলাদেশ- ভারতের মধ্যে সম্ভাবনার ক্ষেত্রগুলো আরো বিকশিত হওয়ার সুযোগ রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে শুধু বেনাপোল -পেট্রাপোল স্থলবন্দরের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে হবে। এটা অন্যান্য স্থল বন্দর দিয়ে বাণিজ্য বাড়ানো যেতে পারে।
তিনি বলেন, এটা খুব স্পষ্ট যে, দুই দেশের মধ্যে পানি বণ্টন সংকট সমাধানে বিলম্ব হচ্ছে। যদিও ভারতের অভ্যন্তীরণ রাজ্যগুলোতেও পানি ইস্যুতে বিরোধ রয়েছে। তবে এই ইস্যুটি সমাধানেরও উপায় আছে।
সেমিনারে বক্তব্য রাখেন বিআইআইএসএস’র গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর।
এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওয়ানাল স্টাডিজের চেয়ারম্যান এ এসএম শামসুল আরেফিন, বিআইআইএসএস’র চেয়ারম্যান কাজী ইমতিয়াজ হোসেন, মহাপরিচালক মেজর জেনারেল মুহম্মদ মাকসুদুর রহমান।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
টিআর/জেআইএম