ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
ভাঙ্গায় আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ২০

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার পুখুরিয়া, খাকান্দা, নাজিরপুর, ব্রাহ্মণকান্দা ও মুন্সিকান্দা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় ৮-১০টি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।  

আহতদের চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সংঘর্ষের খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও কয়েক রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিউল আলম বাংলানিউজকে বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত পরিবেশ শান্ত রয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।