রুশ নাগরিক আনা প্রধান অভিযোগ করেছেন, তার স্বামী স্বনামধন্য ব্যবসায়ী সেলিম প্রধানকে চক্রান্ত করে অনলাইন ক্যাসিনোর হোতা বলে ফাঁসিয়ে জেল হাজতে বন্দি রাখা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভারচ্যুয়ালি একটি সাক্ষাৎকারে আনা প্রধান তার স্বামীর মুক্তি দাবি করে বলেন, ‘অনলাইন ক্যাসিনো কী? কোথায় অনলাইন ক্যাসিনো? এ অনলাইন ক্যাসিনোর নামে ফাঁসানো হয়েছে অনেক নিরপরাধ ব্যক্তিকে।
আনা প্রধান বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি- আমার স্বামী সেলিম প্রধানের সঙ্গে যে অন্যায় অবিচার করা হয়েছে, এমন অন্যায় অবিচার যেন অন্য কারও সঙ্গে না করা হয়। আমি আমার স্বামীর নিঃশর্ত মুক্তি চাই। ’
তিনি আরও জানান, তার স্বামীকে যখন আটক করা হয় তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি তার যমজ পুত্রসন্তানের জন্ম হয়। এখন পর্যন্ত দুই সন্তান তাদের বাবাকে দেখতে পায়নি। তিন বছর বছর ধরে তার স্বামী জেলে মানবেতর জীবন যাপন করছেন।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
নিউজ ডেস্ক