ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আজিমপুরে পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
আজিমপুরে পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা: রাজধানীর আজিমপুর সরকারি কলোনির পুকুরের পানিতে ডু্বে ফজলে রাব্বী (১১) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে আজিমপুর সরকারি কলোনির পুকুরে ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুরের দিকে মৃত ঘোষণা করে।

মাদরাসার শিক্ষক মাওলানা আলী হোসাইন জানান, আজিমপুর নিউপল্টন লাইনে নুরে মদিনা মাদরাসা। মাদরাসাতেই থাকতো রাব্বী। সেখানে হাফেজি পড়তো। রাব্বীর বাসা কামরাঙ্গিরচড়ে। বাবার নাম আব্দুল জলিল।

তিনি আরও জানান, রাব্বীসহ মাদরাসার কয়েকজন শিক্ষার্থী মিলে আজিমপুর সরকারি কলোনির পুকুরে গোসল করতে যায়। সেখানে সিঁড়িতে বসে বদনা দিয়ে গোসল করছিল রাব্বী। হঠাৎ পুকুরের পানিতে তলিয়ে যায় রাব্বী। পরে স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিক্যাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।