ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে মূক-ব‌ধির‌দের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
বরিশালে মূক-ব‌ধির‌দের মানববন্ধন

বরিশাল: প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ২ হাজার টাকা বৃদ্ধি, সরকারি-বেসরকারি ও স্ব-কর্মসংস্থান নিশ্চিত এবং আসন্ন জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সামাজিক সুরক্ষা খাতে বাজেট বৃদ্ধির দাবিতে ব‌রিশা‌লে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ এপ্রিল) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বরিশাল মূক-বধির সংঘের সভাপতি আজিম হোসেন সোহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রুম্মান, রাকিব হাসান প্রমুখ।  

আজিম হো‌সেন বলেন, আমরা বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা মাত্র ৭৫০ টাকা পাচ্ছি। তা দিয়ে এই দুর্মূল্যের বাজারে চলা কঠিন হয়ে পড়েছে। অর্থসংকটে মানবেতর জীবনযাপন করছে প্রতিবন্ধীরা। তাই অবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ২ হাজার টাকা করার দাবি জানা‌চ্ছি।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।