বরিশাল: প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ২ হাজার টাকা বৃদ্ধি, সরকারি-বেসরকারি ও স্ব-কর্মসংস্থান নিশ্চিত এবং আসন্ন জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সামাজিক সুরক্ষা খাতে বাজেট বৃদ্ধির দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ এপ্রিল) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বরিশাল মূক-বধির সংঘের সভাপতি আজিম হোসেন সোহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রুম্মান, রাকিব হাসান প্রমুখ।
আজিম হোসেন বলেন, আমরা বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা মাত্র ৭৫০ টাকা পাচ্ছি। তা দিয়ে এই দুর্মূল্যের বাজারে চলা কঠিন হয়ে পড়েছে। অর্থসংকটে মানবেতর জীবনযাপন করছে প্রতিবন্ধীরা। তাই অবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ২ হাজার টাকা করার দাবি জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
এমএস/কেএআর