সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রভাবশালীদের মারধরে নিহত মাটিকাটা শ্রমিক আলী মিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার গয়হাট্টা কালাশিং বাড়ি গ্রামের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন বক্তারা বলেন, গত ১৪ মার্চ পশ্চিম রামকৃষ্ণপুরে রাস্তায় সরকারি কাজের মাটি ফেলার সময় কথা কাটাকাটির একপর্যায়ে এলাকার প্রভাবশালী নাজমুল ইসলাম দোলা, শরিফুল ইসলামসহ ছয়জনের মারধরে মারা যান আলী মিয়া। এরপর তাদের বিরুদ্ধে থানায় মামলা হলেও অজ্ঞাত কারণে কেউ গ্রেফতার হচ্ছেনা। উপরন্তু আসামিরা ভয়ভীতি দেখাচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। অবিলম্বে মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন বক্তারা।
মানববন্ধনে স্থানীয় কৃষক আব্দুল খালেক, আব্দুল কুদ্দুস, রমজান প্রামাণিক ও নিহত আলী মিয়ার স্ত্রী সুফিয়া খাতুন বক্তব্য দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকা প্রদক্ষিণ করে। এতে প্রায় তিন শতাধিক নারী পুরুষ অংশ নেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) সাহেব গনি জানান, আমরা আলী হত্যা মামলার আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছি। অভিযানও চলছে। আশাকরছি দ্রুতই তাদের ধরতে সক্ষম হবো।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
এনটি