ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বকেয়া বিল চাওয়ায় ২ বিদ্যুৎ কর্মীকে পিটিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
বকেয়া বিল চাওয়ায় ২ বিদ্যুৎ কর্মীকে পিটিয়ে জখম

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে পল্লীবিদ্যুতের বকেয়া বিল চাইতে গেলে দুই বিদ্যুতের কর্মচারীকে পিটিয়ে জখম করা হয়েছে।  

শনিবার (০২ এপ্রিল) সকালে স্থানীয় হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পল্লীবিদ্যুতের পিরোজপুর সমিতির নাজিরপুরের শাখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া অভিযোগ কেন্দ্রের লাইনম্যান মো. জাকির হোসেন ঢ়াড়ি (২৫) ও জাকির হোসাইন   (৩০)। গুরুতর আহত জাকির হোসেন ঢ়াড়িকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

প্রত্যক্ষদর্শী ও হামলায় আহত জাকির হোসাইন জানান, তারা দু’জনে ওই গ্রামের বকেয়া বিদ্যুত বিল আদায়ে যান। এ সময় ওই গ্রামের ওহাব শেখের বাড়িতে বকেয়া ৬ মাসের বিদ্যুত বিল চাইলে গেলে তার ছেলে মো. কিবরিয়া শেখ তাদের অকথ্য ভাষায় গালাগলি করেন। এ সময় বিদ্যুৎ সংযোগ কাটতে চাইলে কিবরিয়া তাদের ঘরে থাকা দা নিয়ে কোপাতে আসেন। পরে জাকিরের গায়ে ইট ছুড়ে মারেন। এ সময় জাকির ঢ়াড়িকে নিক্ষেপ করা ইটে তার মাথা ফেটে যায়।

এ ব্যাপারে পল্লীবিদ্যুৎ সমিতির নাজিরপুর কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক মো. ফুয়াদ আল আরেফিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।