ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বরিশাল পলিটেকনিকের ৩ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
বরিশাল পলিটেকনিকের ৩ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

বরিশাল: অফিস সহকারীকে মারধরের ঘটনায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের তিন শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ পাঠানো হয়েছে।

তিন দিন আগের এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।

এরই ধারাবাহিকতায় তাদের বহিষ্কারের সুপারিশ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমিন।

তিনি জানান, প্রত্যয়নপত্র নেওয়া নিয়ে অফিস সহকারী মো. শহিদুল ইসলামকে মারধর করে কয়েকজন বখাটে শিক্ষার্থী। তাদের শনাক্ত করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- সৈয়দ শাহারুল ইসলাম শান্ত, রফিকুল ইসলাম ও তানভীর সানি।

অফিস সহকারী শহিদুল ইসলাম জানান, গত ৩০ মার্চ অফিসে কাজ করার সময় রফিকুল ইসলাম এসে প্রত্যয়নপত্র চায়। তাকে জানানো হয়, অধ্যক্ষ ছাড়া প্রত্যয়নপত্র দেওয়া সম্ভব নয়। তখন তিনি জানান, ছাত্রলীগ নেতা সৈয়দ শাহারুল ইসলাম শান্ত প্রত্যয়নপত্র দিতে বলেছেন। এরপরেও না দিলে কিছুক্ষণ পর  শান্ত, তানভীর, টিপু ও রফিকুলসহ ৭/৮জন এসে তাকে মারধর করে। এ ঘটনায় নাম উল্লেখসহ ও অজ্ঞাত আরো কয়েকজকে আসামি করে ৩১ মার্চ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন শহিদুল।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটে মারধরের ঘটনায় মামলা হয়েছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি।

বাংলা‌দেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
এমএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।