সিরাজগঞ্জ: মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জে সাত প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৩ এপ্রিল) দুপুরের দিকে সিরাজগঞ্জ শহরের বড় বাজার ও খেদন সর্দার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
সহকারী পরিচালক বাংলানিউজকে জানান, বড় বাজার ও খেদন সর্দার মোড় এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা না রাখায় ওয়াজেদ ফল ভাণ্ডারকে দুই হাজার, ইমরান স্টোর এক হাজার, মাংসের ঘরকে দুই হাজার, সিরাজগঞ্জ আয়রণকে পাঁচ হাজার, সোহান আয়রণ অ্যান্ড স্টিল হাউসকে পাঁচ হাজার এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উদপাদন ও প্রক্রিয়াকরণের দায়ে শমরেশ ট্রেডার্সকে সাত হাজার ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে হাসিখুশি খেজুর বাজারকে দুই হাজারসহ মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
এসআরএস