ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে পিটার হাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে পিটার হাস

ঢাকা: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন।  

রোববার (৩ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানায়।

পিটার হাস মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখেন। এ সময় তিনি জাদুঘরে রাখা পরিদর্শন বইতে সই করেন।

সোমবার (৪ এপ্রিল) দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে রাষ্ট্রদূত পিটার হাস মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
টি আর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।