ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সালথায় দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
সালথায় দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় একটি ব্যাটারি চালিত ইজিবাইক আটক করাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।

 

রোববার (৩ এপ্রিল) রাত ১০টা থেকে শুরু হয়ে রাত ২টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের কয়েকটি এলাকায় এ সংঘর্ষ চলে।

জানা যায়, উপজেলার গট্টি ইউনিয়নের মাদরাসা মোড় নামক এলাকা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ পরে কানাইড়, চালতা তলা ব্রিজ ও ঝুঁনাখালী এলাকায় ছড়িয়ে পড়ে। এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।  

স্থানীয়রা জানান, উপজেলার গট্টি ইউনিয়নের ইউপি সদস্য নুরু মাতুব্বরের লোকজন ওই এলাকার ইয়াকুব মাতুব্বরের সমর্থকের একটি ইজিবাইক আটক করে। পরে এ ঘটনা নিয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বাংলানিউজকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। তবে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।