ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোয়াংছড়িতে চাঁদের গাড়ি উল্টে আহত ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
রোয়াংছড়িতে চাঁদের গাড়ি উল্টে আহত ৯

বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়িতে জীপ গাড়ি (চাঁদের গাড়ি) উল্টে ৯জন আহত হয়েছে। উপজেলা বাজার থেকে মংবাই পাড়াতে যাওয়ায় সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা বাজার থেকে মংবাই পাড়াতে যাওয়ায় সময় একটি জীপ গাড়ি (চাঁদের গাড়ি) পাগলাছড়া রবিসেন এলাকায় পৌঁছালে ভাঙ্গা রাস্তা অতিক্রম করে একটি কালভার্টে উঠার সময়ে ব্রেকফেল হয়ে পিছনে চলে যায় এবং গাড়িটি উল্টে যায়। এতে ৯জন আহত হয়।

ঘটনাস্থল থেকে এসময় চালক পালিয়ে গেলেও আহত ৯জনকে উদ্ধার করে স্থানীয়রা রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।

রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডা.মংহ্লাপ্রু জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৩জনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।