রাঙামাটি: রাঙামাটি শহরে বসত ঘরের ওপর একটি বাস উল্টে গিয়ে ভাবনা আক্তার (১৪) নামের এক কিশোরী আহত হয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি বাড়ি।
সোমবার (৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে জেলা শহরের রিজার্ভবাজার এলাকায় ঢালু স্থানে বাসের চালক মাসুদ, হেলপার বাচা মিয়াসহ অন্য গাড়ির আরও ৪-৫জন স্টাফ মিলে মদ্য পান করে গাড়িতে নাচা-নাচি করছিলেন। এ সময় ঢালু স্থানে পার্ক করা গাড়িটি হঠাৎ করে উল্টে গিয়ে পার্শ্ববর্তী বসত ঘরে উল্টে পরলে ঘরে থাকা রাশেদ মিয়ার মেয়ে ভাবনা আহত হন। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে পাঠায়।
রাঙামাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কমিশনার করিম আকবর বলেন, ৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং একজন আহত হয়েছে। বাসটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে জানি না, খোঁজ নিচ্ছি।
বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
কেএআর