ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে বজ্রপাতে নারীর মৃত্যু, স্বামী-দেবরসহ আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
সিলেটে বজ্রপাতে নারীর মৃত্যু, স্বামী-দেবরসহ আহত ৩

সিলেট: সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে বজ্রপাতে মর্জিনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।
 
এ ঘটনায় আহত হয়েছেন মর্জিনার স্বামী আলিম উদ্দিন, দেবর ইলিয়াস উদ্দিন ও তাদের পার্শ্ববর্তী ফরফরা গ্রামের আলাউদ্দিনের স্ত্রী রাহিমা বেগম।

 
 
সোমবার (০৪ এপ্রিল) দুপুরে উপজেলার পূর্ব আলীর গাঁও ইউনিয়নের নয়ামাটি গ্রামে বাড়ির পাশে খাইয়া নদীর তীরে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, দুপুরে ওই গ্রামের মো. আলীম উদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির পাশে খাইয়া নদীর তীরে মরিচ তুলতে যান। এমন সময় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি শুরু হয়। বজ্রপাতে আলিম উদ্দিন, তার স্ত্রী মর্জিনা ও ছোট ভাই ইলিয়াস এবং পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার ফরফরা গ্রামের আলাউদ্দিনের স্ত্রী রাহিমা বেগম গুরুতর আহত হন।
 
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে রাহিমার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক।
 
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।
  
বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।