ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ২ মুখ বিশিষ্ট বাছুর জন্ম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
ঠাকুরগাঁওয়ে ২ মুখ বিশিষ্ট বাছুর জন্ম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলা রাজাগাঁও ইউনিয়নে একটি গাভী দুই মুখ বিশিষ্ট একটি বাছুরের জন্ম দিয়েছে

সোমবার (৪ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও সদর খড়িবাড়ি গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে একটি গাভীর বাচ্চা হয়েছে একটি মাথা, দুইটি মুখ।

স্থানীয় লোকজন বাছুরটিকে এক নজর দেখার জন্য ছুটে যান শহিদুলের বাড়িতে।

স্থানীয় লোকজন ও গ্রামবাসী জানান আমাদের এলাকায় আমরা কখনো এমন ঘটনা দেখিনি। একটি গাভীর বাচ্চা হয়েছে দুইটি মুখ, একটি মাথা নিয়ে।

গাভীর মালিক শহিদুল ইসলাম জানান, আমারা গাভীটিকে যত্ন সহকারে লালন পালন করি। আজকে যখন বিকালে বাচ্চা হয়। বাচ্চাদের হাত-পা সবই ঠিক থাকে। তবে একটি মাথার মধ্যে দু’টি মুখ নিয়ে জন্ম হয়। এতে আমরা সবাই অবাক হয়ে যাই। একই এক আল্লাহর লীলা খেলা। জন্ম হওয়ার পর স্থানীয় পশু ডাক্তার বলেন বাছুরটি মারা যেতে পারে।

স্থানীয় বাসিন্দা আলাউদ্দীন জানান, একটি বাছুরের দুই মুখ নিয়ে জন্মানো বাছুর এর আগে কখনো দেখিনি আমার জীবনে আমরা দেখিনি। বিষয়টি জানতে পেরে বাছুরটি দেখতে অনেকেই দূর থেকে দেখতে আসছে। তাই আমরাও দেখতে এসেছি।

ঠাকুরগাঁও জেলার প্রাণী অফিসার ডা.মো. আবুল কালাম আজাদ জানান, মাঝে মধ্যেই এ ঘটনা শোনা যায়। বাছুরটি সঠিক মাধ্যমে খাবার পায় তাহলে বেড়ে উঠতে সমস্যা হবে না।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।