বরিশাল: পবিত্র রমজান মাসে তরমুজের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বরিশাল জেলা প্রশাসন।
মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রকিবুর রহমান খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন। বরিশালের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা তরমুজ ব্যবসায়ীরা সভায় উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, বরিশালে পিস হিসেবে তরমুজ কিনে ভোক্তা পর্যায়ে তা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন এ পর্যন্ত একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।
তারপরও ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির জন্য মঙ্গলবার এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে— তরমুজ পিস হিসেবে কিনে ভোক্তাদের কাছে পিস হিসেবেই বিক্রি করতে হবে; তরমুজ কেটে বিক্রি করা যাবে না; আড়তদাররা মূল্য তালিকার বাইরে বাড়তি মূল্য নিতে পারবেন না।
এরপরও কেউ সিন্ডিকেট তৈরি করে বাড়তি দামে তরমুজ বিক্রি করলে জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলে সভায় জানানো হয়।
বাংলাদেশ সময়:১৯১২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
এমএস/এমজেএফ