জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদ রাতের আধারে চলছে বালু উত্তোলন। পরে এ বিষয়ে স্থানীয় মেরুরচর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহানের দৃষ্টি আর্কষণ করলে বন্ধ করে দেওয়া হয়।
বুধবার রাতে বালু মেরুরচর ইউনিয়নের মাদারচর সেতু সংলগ্ন ব্রহ্মপুত্র নদ হতে বালু উত্তোলনের সংবাদ পাওয়ার পর, সরজমিনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়।
স্থানীয়রা জানান, বালু ব্যবসায়ী রাত ১০ থেকে ভিকু যোগে বালু উত্তোলন করে থাকেন। এই উত্তোলন ভোর পর্যন্ত চলতে থাকে।
বালু উত্তোলনের ফলে শতকোটি টাকা ব্যয়ে নির্মিত মাদারচর সেতুসহ আসেপাশে বাড়ি হুমকির মুখে পড়েছে।
এ বিষয়ে স্থানীয় মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, সংবাদ পেয়ে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীতে এখানে কেউ যেন বালু উত্তোলন করতে না পারেন সে বিষয়ে দৃষ্টি রাখা হবে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা বাংলানিউজকে জানান, স্থানীয় চেয়ারম্যানকে দিয়ে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে এখানে বালু উত্তোলন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৯৪১ এপ্রিল ০৭, ২০২২
এসআইএস