সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি টিনশেড মার্কেটে আগুন লেগে রেস্তোরাঁসহ ৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি মালিকদের।
বুধবার (৭ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় রমজান আলী মার্কেটে এ আগুন লাগে।
জানা গেছে, আগুনে হাজী আব্দুল মালেক খানের রুপসা হোটেল, নিউ টাঙ্গাইল অ্যান্ড পোড়াবাড়ি সুইট মিট, রাসেদ কনফেকশনারীসহ আরও দুইটি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাত হয় মিষ্টির দোকান থেকে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, গভীর রাতে হঠাৎ ওই মার্কেটে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বাইপাইল এলাকায় একটি রেস্তোরাঁসহ পাঁচটি দোকানে আগুন লাগে। আমাদের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। যেহেতু হেটেলসহ দোকান ছিলো, তাই ধারণা করা হচ্ছে ক্ষয়-ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা হতে পারে।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০২২
এসএফ/জেডএ