ঢাকা, শনিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছিনতাই করে পালানোর সময় আহত অটোরিকশা চালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
ছিনতাই করে পালানোর সময় আহত অটোরিকশা চালকের মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে ছিনতাই করে পালানোর সময় আহত হওয়া ইলিয়াস (৪৬) নামে এক ছিনতাইকারী মারা গেছেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তার বাড়ি ফরিদপুর ভাঙ্গা উপজেলার আলীগ্রামে। বাবার নাম মৃত আবু মোল্লা। পরিবার নিয়ে সবুজবাগ বাসাবো এলাকায় থাকতেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এরশাদ আলম জানান, ইলিয়াস সিএনজি অটোরিকশা চালক। তবে তার সিএনজি নিয়ে আব্দুল জব্বার নামের একজনের সঙ্গে মিলে ছিনতাই করতেন। ৪ এপ্রিল সকাল সাতটার দিকে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে রিকশা আরোহী ফাল্গুনী ইসলাম নামে এক নারীর ব্যাগ টান দেন তারা। সে সময় অটোরিকশাটি চালাচ্ছিলেন ইলিয়াস। আর পেছনে বসে ব্যাগ টান দিয়েছিলেন জব্বার। পরে ওই নারীর চিৎকারে অটোরিকশা নিয়ে তারা দ্রুত পালানোর সময় রাস্তার পাশে থেমে থাকা আরেকটি সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে ইলিয়াস গুরুতর আহত হন আর আব্দুল জব্বার সামান্য আহত হন।  

তিনি আরো জানান, খবর পেয়ে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে আব্দুল জব্বারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। তবে ইলিয়াসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি রাখা হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ওই দিনই ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি মামলা করেছিলেন। ইলিয়াসের মরদেহটি মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ এপ্রিল ০৭, ২০২২
এজেডএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।