সিরাজগঞ্জ: মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রিসহ বিভিন্ন অপরাধে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় আড়তগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
মাহমুদ হাসান রনি বাংলানিউজকে জানান, মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রির দায়ে শুভ সৈকত আড়তকে ১৫ হাজার, রমজানে পাকা রশিদ না রাখা ও বেশি দামে পণ্য বিক্রির জন্য ইয়াকুব স্টোরকে পাঁচ হাজার এবং মূল্য তালিকা না থাকায় এক ফল বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এসআরএস