ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আটোয়ারিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
আটোয়ারিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি

পঞ্চগড়: মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন অপরাধে পঞ্চগড়ের আটোয়ারীতে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার ফকিরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

অভিযান সূত্রে জানা গেছে, মূল্য তালিকা না টাঙানোয় ওই বাজারে আপন ফল ভাণ্ডারকে ৫০০ টাকা, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশের জন্য মা বাবার দোয়া হোটেলেকে এক হাজার, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে আব্দুল্লাহ কসমেটিকসকে এক হাজার, নোভা কসমেটিকসকে তিন হাজার ও বেলাল কসমেটিকসকে দুই হাজারসহ মোট সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ