ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভিসায় রুট উল্লেখ থাকলে ব্যবহার করা যাবে বাংলাবান্ধা বন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
ভিসায় রুট উল্লেখ থাকলে ব্যবহার করা যাবে বাংলাবান্ধা বন্দর

পঞ্চগড়: মহামারি করোনা ভাইরাসের কারণে (কোভিড-১৯) দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারত ভ্রমণ ভিসা পুনরায় চালু করেছে দুই দেশের সরকার।  

এরই মধ্যে গত দুই-একদিন ধরে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় যাতায়াত শুরু হয়েছে।

 

তবে বৃহস্পতিবার (৭ এপ্রিল) থেকে নতুন ভ্রমণ ভিসাধারী রুট উল্লেখকারী পর্যটকরা দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে যাতায়াত করতে পারবেন।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেশন) নজরুল ইসলাম।

তিনি বাংলানিউজকে বলেন, এ রুটে ২০২২ সালের যেসব নতুন ভিসা অনুমোদন পাবে এবং ভিসায় বাংলাবান্ধা রুট যাদের উল্লেখ থাকবে, তারা এ রুট ব্যবহার করে বাংলাদেশ-ভারতে যাতায়াত করতে পারবেন। তবে পুরনো ২০১৭ সালে যে সব ভিসা ইস্যু হয়েছিল, সেসব ভিসায় যাতায়াতে এখনো আমরা অনুমতি পাইনি। নতুন কোনো ভিসা (ভ্রমণ, মেডিক্যাল ও ব্যবসায়ী) অনুমোদন/ইস্যু হলেই আজ (বৃহস্পতিবার) থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে যেতে পারবেন।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ