ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অন্ধকারে ‘আলো’ জ্বালিয়ে হারিছার পাশে বসুন্ধরা গ্রুপ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
অন্ধকারে ‘আলো’ জ্বালিয়ে হারিছার পাশে বসুন্ধরা গ্রুপ

রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বরিশালের বানারীপাড়ার অদম্য মেধাবী সাদিয়া আফরিন হারিছা। তবে অর্থাভাবে দু’চোখে অমানিশার ঘোর অন্ধকার দেখছিলেন তিনি।

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ‘দরিদ্রতা’ নামক অভিশাপ। লেখাপড়ার ব্যয়ভার বহন করা তার রিকশা শ্রমিক পিতার পক্ষে দুঃসাধ্য।

সেই হারিছার অন্ধকার দূর করতে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ।

গতকাল বুধবার কালের কণ্ঠে ‘মেডিক্যালে চান্স পেয়েও হারিছার চোখে অন্ধকার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। খবরটি জানামাত্র বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে হারিছা ও তার পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস এবং নির্দেশনা দেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তাৎক্ষণিক বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে হারিছার পরিবারকে ইফতারসামগ্রীসহ এক মাসের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে হারিছার বাড়ি গিয়ে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা পরিবারের হাতে এই উপহারসামগ্রী তুলে দেন। হারিছাসহ তার তিন বোনের লেখাপড়ার দায়িত্ব এবং তার পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছে বসুন্ধরা গ্রুপ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম মোস্তফা সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাকসুদা আক্তার, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি রাহাদ সুমন, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম সমাদ্দার, সহকারী শিক্ষক কল্লোল সরকার প্রমুখ।

সহায়তা পেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ তার পরিবারের জন্য দোয়া করেছেন হারিছা, তার বাবা মিজানুর রহমান ও মা রাজিয়া বেগম।

সূত্র: কালের কণ্ঠে

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ