রাজশাহী: রাজশাহী মহানগরীর হয়রত শাহ মখদুমের মাজারের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তির মরদেহ দরগার পাশে জামিয়া ইসলামী মাদ্রাসার কাছে পড়ে ছিল। সকালে স্থানীয়রা প্রথমে ভেবেছিলেন ভবঘুরে কেউ ঘুমিয়ে আছেন। কিন্তু দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে তারা বুঝতে পারেন ওই ব্যক্তি মারা গেছেন।
পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার বাংলানিউজকে বলেন, মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরনে সবুজ রঙের পাঞ্জাবি এবং জিন্সের প্যান্ট ছিল। মুখে দাড়ি আছে। বয়স আনুমানিক ৪০ বছরের মধ্য।
ময়নাতদন্তের পর এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে বলে জানিয়েছেন এই পুলিশ কমকর্তা।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০২২
এসএস/এনএসআর