ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে ট্রাক আটকে টিসিবির পণ্য ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
হোসেনপুরে ট্রাক আটকে টিসিবির পণ্য ছিনতাই

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্যবাহী ট্রাক আটকিয়ে ছিনতাই করেছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের পুমদী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার খাদ্য গুদাম থেকে টিসিবির ডিলার মেসার্স হাজী ট্রেডার্সের উত্তাধিকার আলী হায়দার ট্রাকে করে টিসিবি পণ্য গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে পুমদী ইউনিয়নের পুমদী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় একদল দুর্বৃত্ত ট্রাকটি আটকিয়ে বস্তা কেটে বেশ কয়েকটি প্যাকেট ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।  

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম, পুমদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমানসহ অন্যরা।  

এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম বাংলানিউজকে বলেন, ট্রাক আটকিয়ে ৫-৭ প্যাকেট টিসিবি পণ্য নিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় টিসিবির ডিলার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ