ঢাকা: ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও সমৃদ্ধিতে জোর দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরম্যান। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন এবং দ্বিপাক্ষিক অর্থনীতি, বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরম্যান।
বৈঠকে তাঁরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও সমৃদ্ধি উৎসাহিত করার পদক্ষেপ বিষয়েও আলোচনা করেছেন। ডেপুটি সেক্রেটারি শেরম্যান মানবাধিকার, আইনের শাসন এবং মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষা ওপর গুরুত্বারোপ করেছেন।
উল্লেখ্য, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন ও নিরাপত্তা সংলাপে যোগ দেওয়ার জন্য ওয়াশিংটন গেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
টিআর/কেএআর