ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তাড়াশে পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২২
তাড়াশে পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ধুলিশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- আব্দুর রশিদ, বাবর আলী, সানোয়ার হোসেন, আফসার আলী, আকতার হোসেন, সোবাহান হোসেন, নাজমুল, নুরুন্নাহার, বুলবুলী খাতুন ও হালিমা খাতুন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ধুলিশ্বর গ্রামে একটি লিজ নেওয়া পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মোবারক গ্রুপ ও ও বাবর গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। বাগ-বিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।