ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুস্থ পরিবারে কাপ্তাই বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২২
দুস্থ পরিবারে কাপ্তাই বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।  

শুক্রবার (০৮ এপ্রিল) সকালে ব্যাটালিয়ন কার্যালয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বিজিবি সূত্রে জানানো হয়- শুক্রবার ৫২টি দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এছাড়াও ২২ মার্চ ২৬টি দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে বিজিবির পক্ষ থেকে।

কাপ্তাই বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি নিজ দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অপারেশনাল কার্যক্রম পরিচালনা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা করা ছাড়াও সাম্প্রতিক সময়ে নানা রকম আর্থ-সামাজিক উন্নয়নমূলক কাজ করে স্থানীয় জনসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।