মানিকগঞ্জ: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে গরুর মাংস বিক্রিতে সতর্কবার্তা ও নকল প্রশাধনী বিক্রয় করার অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (৮ এপ্রিল) ভোর থেকে দুপুর পযর্ন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- জেলা শহরের পৌর সুপার মার্কেটের অভি কসমেটিকস, আল-মিজান ভ্যারাইটিজ স্টোর, রোজা কসমেটিকস ও সোভা ভ্যারাইটিজ স্টোর।
আসাদুজ্জামান রুমেল বাংলানিউজকে জানান, গরুর মাংসের দোকানগুলোতে সঠিক পরিমাপ ও নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রি করা হলেও মশা-মাছি থাকায় তাদের সতর্ক করা হয়েছে। অন্যদিকে নকল প্রশাধনীতে ব্যান্ডের ট্যাগ ব্যবহার করায় অপরাধে জেলা শহরের পৌর সুপার মার্কেটের ওই চার প্রতিষ্ঠানের মালিককে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
এসআরএস