ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোসলের দৃশ্য দেখার প্রতিবাদ, মারধর-বসতবাড়িতে আগুন!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
গোসলের দৃশ্য দেখার প্রতিবাদ, মারধর-বসতবাড়িতে আগুন! পুড়ে যাওয়া ঘর

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বাথরুমের টিনের ফুটো দিয়ে গোসলের দৃশ্য দেখার প্রতিবাদ করায় মারধর ও বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে শুক্রবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মাজাবুর শেখ নামে এক ব্যক্তি পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের হোসেনপুর-চকমিলি গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে প্রতিকার চেয়ে বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে পরিবারটির পক্ষে পলাশবাড়ী থানায় অপর একটি লিখিত অভিযোগ দেন হোসেনপুর চকমিলি গ্রামের আব্দুস সালামের ছেলে মাহাবুর শেখ।

তিনি অভিযোগে উল্লেখ করেন, প্রতিবেশী মৃত ইয়াছিন আলীর ছেলে জিন্নাহ মিয়া বাথরুমের টিনের ফুটো দিয়ে বাড়ির মেয়েদের গোসলের দৃশ্য দেখে আসছিল। বিষয়টি টের পেয়ে এর প্রতিবাদ করায় বৃহস্পতিবার সন্ধ্যায় জিন্নাহ মিয়া গংরা ভুক্তভোগীর বাড়ির লোকজনকে মারধর করেন।

ভুক্তভোগী মাহাবুরের অভিযোগ, থানায় অভিযোগ দেওয়ার বিষয়টি জানতে পেরে বিবাদীরা পরদিন শুক্রবার সকালে তাদের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের একপর্যায়ে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে পানবরজের মালামালসহ একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের দায়িত্বরত অফিসার লোকমান হোসেন জানান, খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বসতবাড়ির একটি ঘর পুড়ে গেছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।