ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

উত্তরায় ফেনসিডিলসহ আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
উত্তরায় ফেনসিডিলসহ আটক ১

ঢাকা: রাজধানীর উত্তরা এলাকা থেকে ৪৫০ বোতল ফেনসিডিলসহ মো. জনি আহমেদ নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। শনিবার (৯ এপ্রিল) গোয়েন্দা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

শুক্রবার (৮ এপ্রিল) উত্তরা হাউস বিল্ডিং এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান জানান, গাজীপুর থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ ফেনসিডিল ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে উত্তরা হাউস বিল্ডিং এলাকার লাযিয রেস্টুরেন্টের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ডিবি পুলিশ।

তিনি আরও জানান, পরে একটি সাদা রংয়ের প্রাইভেটকারকে থামার জন্য সংকেত দেওয়া হয়। পুলিশি চেকপোস্ট বুঝতে পেরে প্রাইভেটকারচালক গাড়ি রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে প্রাইভেটকার জব্দসহ পাশের সিটে বসা অবস্থায় জনি আহমেদকে আটক করা হয়। এ সময় গাড়িতে তার পায়ের কাছে থাকা একটি বস্তা থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে প্রাইভেটকারের পেছনের ডালার নিচ থেকে উদ্ধার করা হয় আরও ৪০০ বোতল ফেনসিডিল। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।