ঢাকা: দেশের শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে এ উপলক্ষে বিকেল সাড়ে ৫টায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ও সুরক্ষা সেবা বিভাগের সচিবকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।
পরে ইফতারের আগে ফায়ার সার্ভিসের নিজস্ব মসজিদগুলোতে মোনাজাতে ফায়ার সার্ভিসসহ সারাদেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
সদর দপ্তর মসজিদে দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিসের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. খালেদ আহসান।
এরপর ফায়ার সার্ভিসের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন স্বরাষ্ট্রমন্ত্রী। একইভাবে সারাদেশে থাকা ফায়ার সার্ভিসের অফিসগুলোতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
এজেডএস/আরবি