ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় ট্রাকচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
খুলনায় ট্রাকচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত 

খুলনা: খুলনায় ট্রাকের চাপায় আবছার হোসেন নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

বুধবার (১৩ এপ্রিল) বিকেলে খানজাহান আলী সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যশোর জেলার রূপদিয়ার নরেন্দ্রেপুর এলাকার আরশাদ হোসেনের ছেলে।
নিহত আবছার পিরোজপুরে এনজিও ব্র্যাকের আর এম হিসেবে কর্মরত ছিলেন। তিনদিনের ছুটিতে যশোরে যাচ্ছিলেন। দুপুর সোয়া তিনটার দিকে খানজাহান আলী সেতু টোলঘর পার হয়ে মোটরসাইকেল নিয়ে সেতুতে উঠামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন কাটাখালী হাইওয়ে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে আসেন।

কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, দুপুর সোয়া তিনটার দিকে ফোন করে সড়ক দুর্ঘটনার খবর দেওয়া হয়। ডান হাত, ডান পা ও মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি। সংকটপূর্ণ অবস্থায় তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সোয়া পাঁচটার দিকে মারা যান। তার পরিবার ও অফিসে কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।