ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রাঙামাটি: বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪এপ্রিল) সকালে জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায়  প্রধান অতিথি হিসেবে অংশ নেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন  এবং রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনসহ প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা অংশ নেন।

বাঙালি সংস্কৃতির নানা প্রতিকৃত, ব্যানার, ফেস্টুন নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রা শেষে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এরপর কুইজ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।