ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালপুরে আগুনে ৩ দোকান পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
লালপুরে আগুনে ৩ দোকান পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

নাটোর: নাটোরের লালপুর উপজেলার করিমপুর রেলগেট এলাকার গহর মার্কেটে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে। এতে দোকান, মালামাল ও নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির হয়েছে।


 
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

আগুনে গহর মার্কেটের নিউ ফ্যাশান টেইলার্স অ্যান্ড ফেব্রিকস, জান্নাত ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার এবং ইব্রাহিম ডেকরেটরে পুড়ে গেছে।  

ক্ষতিগ্রস্ত জান্নাত ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যারের মালিক সোহেল রানা বাংলানিউজকে জানান, ভোরে ধোয়া কুণ্ডুলি দেখে স্থানীয়রা আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন। খবর পেয়ে বাগাতিপাড়া দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তিনটি দোকান পুড়ে যায়। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাগাতিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইনচার্জ মনজুরুল আলম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।