ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে দিঘির পানিতে তলিয়ে গেল শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
লক্ষ্মীপুরে দিঘির পানিতে তলিয়ে গেল শিশু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে পারিবারিক দিঘির থেকে সিজান নামে ৬ বছরের এক শিশু মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর ১ টার দিকে ভাইয়ের সঙ্গে দিঘিতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়।

পরে ৬ ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

সিজান উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চর পাগলা গ্রামের মো. ইউসুফের পুত্র এবং বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের নাতি।

বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সিজান বৃহস্পতিবার দুপুরে তার বড় ভাই শিহাবের সঙ্গে তাদের পারিবারিক দীঘিতে গোসল করতে গেলে অসাবধানতাবশত দীঘির তলদেশে তলিয়ে যায়। এরপর পরই পরিবারের লোকজন পানিতে খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে কমলনগর ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা খোঁজ করে শিশুটিকে উদ্ধারে ব্যর্থ হন। পরে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে সন্ধ্যায় শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা আশ্রাফুল জামান রাসেল বলেন, পানিতে পড়ার ৬ ঘণ্টা পর ডুবুরি দল মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। পুলিশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ দাফন করা হয়।

বাংলাদেশ সময়:  ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।