ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে 'সিক্স মার্ডার', আরও এক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
রোহিঙ্গা ক্যাম্পে 'সিক্স মার্ডার', আরও এক আসামি গ্রেফতার

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত 'সিক্স মার্ডার' হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. হাছন (২৮) নামের আরেক এজাহারভুক্ত আসামিকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান।

শুক্রবার ( ১৫এপ্রিল) ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।

এপিবিএন-১৪ এর অধিনায়ক মো. নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান,২০২১ সালের ২৪ অক্টোবর ভোরে রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক এইচ ৫২-তে জামেয়া দারুল উলুম ওলামা মাদ্রাসায় গুলি করে একসঙ্গে মাদ্রাসা শিক্ষকসহ ৬ জনকে হত্যা করা হয়। পরে নিহতদের পরিবারের পক্ষ থেকে নজরুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে উখিয়া থানায় মামলা দায়ের করে। মামলা নাম্বার-৭২।

এপিবিএন জানিয়েছে, এই মামলায় এখন পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ৩ জন আসামী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘন্টা, এপ্রিল ১৬, ২০২২
এসবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।