ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পল্টনে ৩ মাদকবিক্রেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
পল্টনে ৩ মাদকবিক্রেতা গ্রেফতার

ঢাকা: রাজধানীর পল্টন এলাকা থেকে ইয়াবাসহ তিনজন মাদকবিক্রেতা গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।

শনিবার (১৬ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেন  গোয়েন্দা পুলিশ।

শুক্রবার পল্টন মডেল থানার ডিআইটি এক্সটেনশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এসময় তাদের থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আলী আকবর মিয়া, মো. রাব্বি হাসান নিলয় ও মো. নাজিম উদ্দিন।

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সংবাদ আসে কয়েকজন মাদকবিক্রেতা পল্টন ডিআইটি এক্সটেনশন রোডের একটি অফিসের মেইন গেইটের সামনে ইয়াবা বিক্রয় করার জন্য অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৩ তিন হাজার পিস ইয়াবাসহ আকবর, রাব্বি ও নাজিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা পরস্পর যোগসাজশে কক্সবাজারসহ দেশের সীমান্ত থেকে ইয়াবা কিনে ঢাকা শহর ও আশপাশ এলাকায় বিক্রি করতেন।

তাদের বিরুদ্ধে পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।