নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে একটি প্লাইউড কারখানায় অগ্নিদগ্ধ হওয়ার ১৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিনগত রাতে রংপুর মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মোতালেব শাহ ( ৫৮) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরের বাইপাস সড়কের আহমেদ প্লাইউড কারাখানার শ্রমিক ছিল আবদুল মোতালেব শাহ্। ২ এপ্রিল তিনি ওই কারাখানা বয়লারের ছাঁই অপসারণ কাজে নিয়োজিত ছিলেন। এ সময় অসাবধানতাবশত ছাইয়ের ওপর পড়ে গিয়ে তার হাত, পা ও বুক অগ্নিদগ্ধ হয়। সহকর্মীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
আবদুল মোতালেব শাহ উপজেলার বোতলাগাড়ী ইউনয়িনের বড়দহ শাহপাড়া মৃত. রিয়াজ উদ্দিন শাহের ছেলে।
মোতালেবের ছেলে লিটন শাহ অগ্নিদগ্ধ হওয়ার ১৩ দিন পর তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তার বাবার মৃত্যুতে কারখানা মালিকের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ বিষয়ে তাদের কোন অভিযোগ নেই।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
এনএইচআর