ঢাকা: ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) মো. মনির হোসেন ওরফে সৌরভ (৩৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
রোববার (১৭ এপ্রিল) দুপুরে র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ থানাধীন কদমতলা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম ভয়ানক মাদক ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি মনির দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়।
সে এই আইস মাদকগুলো একটি ব্যাগের ভেতরে লুকিয়ে রেখেছিলো। উদ্ধার হওয়া এসব মাদের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
তিনি আরও জানান, গ্রেফতার আসামি জিজ্ঞাসাবাদে জানায়- সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা টেকনাফ থেকে এই মাদক সংগ্রহ করে তা রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় এজেন্টের কাছে উচ্চ মূল্যে বিক্রি করতো।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
এসজেএ/এনএইচআর