ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ইস্টার সানডে পালন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ইস্টার সানডে পালন

রাজশাহী: রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ইস্টার সানডে পালিত হয়েছে। রোববার (১৭ এপ্রিল) সকালে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবার বাগানবাড়ি এলাকায় খ্রিস্টযাগ বা বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা।

প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন- এই চার্চের ফাদার ইনমান ওয়েল কানন রোজারিও।    

খ্রিস্টযাগের পরে আপন কৃষ্টিতে চলে ইস্টারের শুভেচ্ছা বিনিময়। ঘরে ঘরে আয়োজন করা হয় দই, চিড়া, মুড়ি-মুড়কির মতো হরেক রকম মুখরোচক আহার সামগ্রী।

এতে অংশ নেন পাড়া–প্রতিবেশী ও ঘরের সবাই। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রভু যিশু মানবজাতিকে মুক্তি দিতে এই জগতে এসেছিলেন। যা পুনরুত্থান হিসেবে পরিচিত।

তারা জানান, বড় দিনের পরেই জাঁকজমকের সঙ্গে পালিত হয় ইস্টার সানডে। তাই আজ তাদের জন্য বিশেষ দিন। দিনটিতে নতুন সাজে ছোট-বড় সবাই পুনরুত্থানের খ্রিস্টযাগে, তথা উপাসনায় অংশগ্রহণ করেন এবং খ্রিস্ট পল্লীতে চলে সাত দিন ধরে নানা আয়োজন।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।