ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

নীলক্ষেতে বিক্ষোভ করবে ৭ কলেজের শিক্ষার্থীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
নীলক্ষেতে বিক্ষোভ করবে ৭ কলেজের শিক্ষার্থীরা

ঢাকা: ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নিলক্ষেত মোড়ে বিক্ষোভ ও শান্তিপূর্ণ মানববন্ধন পালন করবে ৭ কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন সাত কলেজ আন্দোলনের প্রধান সমন্বয়ক ইসমাইল সম্রাট।

দলমত নির্বিশেষে সব শিক্ষার্থীর উপস্থিতির অনুরোধ করেছেন তিনি।

এর আগে দিনভর দফায় দফায় সংঘর্ষে ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী আহত হয়। মারা গেছেন কুরিয়ার সার্ভিসের এক কর্মী।  

সোমবার (১৮ এপ্রিল) রাতে নিউ মার্কেটে ২ ফাস্টফুড দোকানের টেবিল বসানোকে কেন্দ্র করে কর্মচারীদের সঙ্গে বিবাদ বাঁধে।  এর পর থেকে সংঘাতের শুরু হয়।  এই বিবাদে এক পক্ষ আরেক পক্ষকে শায়েস্তা করতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ডেকে আনে। এ ঘটনার পরে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরের দিনও সেই সংঘর্ষ চলতে থাকে।

জানা যায়, সোমবার মধ্যরাত থেকে নিউমার্কেট ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১০ জন সাংবাদিকসহ অর্ধশতাধিক ছাত্র-ব্যবসায়ী আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা কলেজ ও এর ছাত্রাবাসগুলো।

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এমআইএইচ/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।