ঢাকা, মঙ্গলবার, ৯ আশ্বিন ১৪৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২০ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল যুবকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল যুবকের

সিলেট: সিলেটে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোস্তাক আহমদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) দিনগত রাত সোয়া ২টার দিকে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুস্তাক সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বহর গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। তিনি ওই সময় সিলেট শহর থেকে বাড়ি ফিরছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দ্রুতগতির একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-৮৬৬৫) সঙ্গে সিএনজি অটেরিকশার (সিলেট থ-১১-৬৬৩২) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান মুস্তাক। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার চালক জাহাঙ্গীর গুরুতর আহত হয়েছেন। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
এনইউ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।